মৌলভীবাজার হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল
মৌলভীবাজার প্রতিনিধি : হেফাজতের ইসলাম বাংলাদেশের ডাকা হরতালের সমর্থনে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফজতে ইসলামের নেতাকর্মী ও তৌহিদী জনতা রোববার বাদ আছর চারশতাধিক হেফাজতে ইসলামের নেতাকর্মী ও তৌহিদী জনতা শহরের দেওয়ানী জামে মসজিদের প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাজার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল থেকে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশী পাহারা জোড়দার ছিল। মিছিল শেষে সংড়্গিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, আহমদ বেলাল, শাহ মাসুকুর রশীদ, শরিফ খালেদ সাইফুলস্না প্রমূখ। বক্তরা বলেন, নাস্তিকদের মঞ্চ ভেঙ্গে হেফাজতে ইসলামের দেয়া ১৩ টি দাবী অবিলম্ভে বাস্তবায়ন করতে হবে। নতুবা আগামীতে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সরকারকে গদি থেকে নামিয়ে আনা হবে।