সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধে মৌলভীবাজারে প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান
মৌলভীবাজার প্রতিনিধি : দেশজুড়ে চলমান সামপ্রদায়িক সহিংসতা, সংখ্যালঘু নির্যাতন, মন্দির ভাঙা, মূর্তি ভাঙা, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং পুড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে সংখ্যালঘু সংগ্রাম পরিষদ মৌলভীবাজার। গতকাল ৭ এপ্রিল রোববার বিকেল ৫টায় মৌলভীবাজার পৌর শিশু পার্কে এডভোকেট দীপ্তেন্দু কুমার দাশ গুপ্তের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আমতৈল ইউনিয়ন চেয়ারম্যান সুজিত দাশ, সনাতনী সংঘের সাংগঠনিক সম্পাদক বিমান চন্দ্র, অশোক বিজয় দেব, রামলাল রাজভর, বাসুদেব রায়, পুলক কান্তি ধর প্রমুখ। প্রতিবাদ সভা শেষে একটি মিছিল জেলা কালেক্টরেট ভবনে গিয়ে শেষ হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরম্নল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।