কমলগঞ্জে মজুরিবৃদ্ধি, ভিটা উচ্ছেদ আইন বাতিলসহ বিভিন্ন দাবিতে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
এম. মছব্বির আলী : মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, ভিটা উচ্ছেদ আইন বাতিল, চাকুরি ও শিক্ষা কৌটা সংরক্ষণ, শ্রমিক ইউনিয়নের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার দাবিতে রোববার দুপুরে আলীনগর চা বাগানে বিরাট চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত মৌলভীবাজারের মনু-ধলই ভ্যালীর উদ্যোগে এ চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মনু-ধলই ভ্যালীর ২১টি চা বাগানের চা শ্রমিক ও শ্রমিক নেতারা ছাড়াও অন্যান্য চা বাগানের শ্রমিক নেতারা অংশ নেন। প্রবীণ চা শ্রমিক নেতা যোগেশ নুনিয়ার সভাপতিত্বে ও সজল কৈরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রামভজন কৈরী, অধ্যাপক কৃষ্ণ লাল কালুয়ার, গণেশ পাত্র, মোবারক হোসেন, রাখাল গোয়ালা, নির্মল দাস পাইনকা, বিকাশ রুদ্র পাল প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে চা শ্রমিকদের মজুরিবৃদ্ধি, ভিটা উচ্ছেদ আইন বাতিল, চাকুরি ও শিক্ষা কৌটা সংরক্ষণ, শ্রমিক ইউনিয়নের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান। শ্রম মন্ত্রণালয়ের কঠোর সমালোচনা করে বক্তারা বলেন, কিছু অসাধু কর্মকর্তাদের কারণে চা শ্রমিকরা বার বার নায্য মজুরীসহ সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আমাদের প্রাণের এ দাবি বাস্তবায়িত না হলে আগামীতে মনু-ধলাই ভ্যালীর সবকটি চা বাগানে লাগাতার ধর্মঘটসহ কঠোর কমসূচির হুশিয়ারি দেয়া হয়।