‘ব্লাসফেমি আইন প্রণয়নের পরিকল্পনা নেই’

ডেস্ক রিপোর্ট : ব্লাসফেমি (ধর্ম অবমাননা) আইনের আদলে নতুন কোনো আইন প্রণয়নের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক সাক্ষাতকারে প্রধানমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, বিশেষ ক্ষমতা আইনসহ প্রচলিত আইনেই ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে।
হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, নতুন আইন না করলেও হেফাজতে ইসলামের দাবিগুলো নিয়ে তার সরকার আলোচনা করে দেখবে। কিছু গ্রহণযোগ্য হলে, তা গ্রহণ করা হবে। আর যেগুলো গ্রহণযোগ্য হবে না, সেগুলো সরকার গ্রহণ করবে না।
তিনি বলেন, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। ধর্মনিরপেক্ষতার অর্থ হচ্ছে প্রত্যেক ধর্মের সমান মর্যাদা রক্ষা করা। বাংলাদেশে সব ধর্মের সমান অধিকার রয়েছে। কোনো ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অধিকার কারো নেই।