সুরঞ্জিত সেনকে মোবাইলে হত্যার হুমকি

ডেস্ক রিপোর্ট : মহাজোট সরকারের দফতরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত কে মোবাইলে ফোনে এসএমএস মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রবিবার বিকাল ৪ টা ১৩ মিনিটে মোবাইল অপারেটর রবি’র একটি নাম্বার থেকে তাকে এই হত্যার হমকি দেওয়া হয়।
এ বিষয়ে রাজধানীর হাজারীবাগ থানায় একটি (২৯৯ নম্বর) সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল।
রবিবার রাত ৯টার দিকে মন্ত্রীর ব্যাক্তিগত সহকারী কামরুল ইসলাম লিখিত আকারে জিডিটি থানায় জমা দিলে সেটি নথিভূক্ত হয়।
জিডিতে মন্ত্রী উল্লেখ করেন, আমাকে আগামী ১৩ এপ্রিলের মধ্যে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।
জিডির তদন্তকারী কর্মকর্তা হাজারীবাগ থানা উপ-পরিদর্শক (অপারেশন্স অফিসার) আশিকুর রহমান জাস্ট নিউজকে জানান, টেকনোলজি ব্যবহার করে হুমকিদাতাকে শনাক্ত করার চেষ্টা চলছে। আমরা মোবাইলে কললিস্টের জন্য আবেদন করেছি। কললিস্ট হাতে পেলে তারপর তদন্ত কাজে অগ্রগতি দেখাতে পারবো।
তিনি বলেন, সোমবার সকালে মন্ত্রীর সঙ্গে বিস্তারিত কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তারাও হুমকিদাতাকে খুঁজে বের করতে কাজ করছেন ।