সিলেট-ঢাকা-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ বন্ধ

ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের এক নম্বর লাইনে গাছের গুঁড়ি ও রেল লাইনের স্লিপার ফেলে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।
এছাড়া হেফাজতের ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন আটকে রেখে পিকেটিং করছে তারা।
দলটির প্রায় সহস্রাধিক নেতাকর্মী লাঠিসোটাসহ ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের এক নম্বর লাইনে অবস্থান নিয়ে সকাল ৮টা ৫৫ মিনিটে প্রথমে ট্রেনটি আটকে দেয়। পরে তারা রেল লাইনে গাছের গুঁড়ি ও লাইনের স্লিপার ফেলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয়।
সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত একই অবস্থা বিরাজ করছিল। এখনো পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগে আখাউড়া রেল স্টেশন অতিক্রমের সময় হেফাজত কর্মীদের ইট-পাটকেলের আঘাতে পারাবত ট্রেনের একটি জানালার কাচ ভেঙে যায়।
অপরদিকে, হেফাজতের এমন শক্ত অবস্থানের খবর পেয়ে নাশকতা এড়াতে আখাউড়া রেল স্টেশনে ময়মনসিংহগামী নাছিরাবাদ ও সিলেটগামী কুশিয়ারা ট্রেন থামিয়ে রেখেছে রেল কর্তৃপক্ষ।