ভারত, বাংলাদেশ ও পাকিস্তান একদিন ঐক্যবদ্ধ হবে: ভারতীয় বিচারপতি

ডেস্ক রিপোর্ট : ভারতের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মারকান্দে কাৎসু বলেছেন, পাকিস্তান একটি ভুয়া দেশ এবং একদিন বাংলাদেশসহ ভারতের সঙ্গে পুনরায় ঐক্যবদ্ধ হবে। রবিবার হায়দরাবাদে ‘রিপোর্টিং টেরর: হাউ সেনসিটিভ ইজ দি মিডিয়া? শীর্ষক এক সিম্পোজিয়ামে তিনি একথা বলেন। দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে একথা বলা হয়।
বিচারপতি মারকান্দে কাৎসু আরো বলেছেন, পাকিস্তান নামে একটি ভুয়া দেশের সৃষ্টি করা হয়েছিল। মুসলমান ও হিন্দুদের একে অন্যের সঙ্গে ঝগড়া করার এবং ভারতকে একটি শক্তিশালী শিল্পোন্নত দেশে পরিণত হতে না দিতে ব্রিটিশরা কৃত্রিমভাবে এ রাষ্ট্রের জন্ম দিয়েছিল।
তিনি বলেন, পাকিস্তান একটি ভুয়া দেশ এবং একদিন ভারত, বাংলাদেশ ও পাকিস্তান পুনরায় ঐক্যবদ্ধ হবে। এতে ১৫ কিংবা ২০ বছর সময় লাগতে পারে। যারা আমাদেরকে বিভক্ত করেছে তারা সহজে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে দেবে না। তারা এখনো চায় আমরা একে অন্যের সঙ্গে লড়াই করি। তবে আমরা একটি শক্তিশালী আধুনিক ধর্মনিরপেক্ষ সরকারের আওতায় আগামী ১৫-২০ বছরের মধ্যে পুনরায় ঐক্যবদ্ধ হবো।