মুজাহিদের মামলায় আসামিপক্ষের জেরা ৯ এপ্রিল পর্যন্ত মুলতবি

ডেস্ক রিপোর্ট : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে প্রসিকিউশনের ১৭তম সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক খানকে জেরা করেছেন আসামিপক্ষ।জেরার এক পর্যায়ে তদন্ত কর্মকতা আব্দুর রাজ্জাক খান অসুস্থ হয়ে পড়লে মামলার কার্যক্রম আগামি ৯ এপ্রিল পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। রবিবার বিচারক ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরা করেন মুজাহিদের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান।
মুজাহিদের মামলায় তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান গত ২৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত তিন কার্য দিবস জবানবন্দি পেশ করেন।
গত ২১ জুন মুজাহিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট সাতটি ঘটনায় ৩৪টি অভিযোগে চার্জ গঠন করে ট্রাইব্যুনাল।