‘পল্টনের মামলায় আদালতে তোলা হবে সালাহউদ্দিনকে’

ডেস্ক রিপোর্ট : বিএনপির যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদকে নয়া পল্টনের গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করার ঘণ্টাখানেক পর গুলশানের একটি বাড়ি থেকে সালাহউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১ এপ্রিল নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো ও হাতবোমা বিস্ফোরনে মামলায় আসামি দেখানো হয়েছে সালাউদ্দিন আহমেদকে।
ওই মামলাতেই তাকে আদালতে হাজির করা হবে বলে পুলিশের উপ কমিশনার জানান।
ওইদিন নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির এক প্রতিবাদ সমাবেশের শেষ পর্যায়ে তিনটি গাড়িতে আগুন দেয়া হয়। এর মধ্যে সংবাদ সংগ্রহের কাজে থাকা এটিএন নিউজের একটি গড়িও ছিল।
১ এপ্রিল রাতেই পল্টন থানার এস আই মাহামুদুল হাসান ও এস আই হাফিজুর রহমান বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।
এর মধ্যে একটি মামলা হয় গাড়ি পোড়ানোর ঘটনায় দ্রুত বিচার আইনে। অন্যটি হাতবোমা বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব নিয়ন্ত্রণ আইনে।
দুই মামলাতেই এজাহারে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৪০/৫০ কে আসামি করা হয়।
বিএনপির যুগ্মমহাসচিবদের মধ্যে এখন শুধু ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বাইরে রয়েছেন।
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি যুগ্ম মহাসচিবদের মধ্যে কারাগারে রয়েছেন- আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, বরকতউল্লাহ বুলু ও মোহাম্মদ শাহজাহান।
অন্য নেতাদের অনুপস্থিতিতে গত কিছুদিন ধরে ফখরুলের সঙ্গে সংবাদ সম্মেলনে থাকতেন কক্সবাজারের সাবেক সাংসদ সালাউদ্দিন। রোববার ফখরুল কারাগারে যাওয়ার পর দুটি সংবাদ সম্মেলন করেন তিনি।
হরতালের মামলায় রোববার আদালত ফখরুলের সঙ্গে কারাগারে পাঠায় স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্মমহাসচিব বরকত উল্লাহ বুলু, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে।
গত ১১ মার্চ দলীয় কার্যালয় থেকে আটক হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন যুগ্ম মহাসচিব আমান, রিজভী ও শাহজাহান এবং প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক।
শীর্ষ নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে মঙ্গল ও বুধবার সারাদেশে হরতাল করছে বিএনপি।