‘গুলিতে মৃত্যুর ভয় ছিল জ্যাকসনের’

ডেস্ক রিপোর্ট : পপ সম্রাট খ্যাত প্রয়াত মার্কিন সঙ্গীতশিল্পী মাইকেল জ্যাকসন মঞ্চে সঙ্গীত পরিবেশনকালে আততায়ীর গুলিতে নিহত হতে পারেন বলে আশঙ্কায় ছিলেন।
মৃত্যুর কিছুকাল আগে এ ধরনের একটি ভীতি তার মনে দানা বাঁধে বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।
জ্যাকসন ২০০৯ সালের জুনে মাত্র ৫০ বছর বয়সে মারা যান। অতিমাত্রায় ব্যথানাশক প্রোপোফল গ্রহণ করার ফলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এর পরিপ্রেক্ষিতে জ্যাকসনের চিকিৎসক কনরাড মুরের বিরুদ্ধে অনিচ্ছাকৃত মানুষ হত্যার অভিযোগ আনা হয়। বিচারে মুরের চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জ্যাকসন তার প্রত্যাবর্তন হিসেবে ‘দিস ইজ ইট’ শিরোনামে লন্ডনে একটি কনসার্ট করতে চেয়েছিলেন। এ লক্ষ্যে তিনি ‘এজ লাইভ’ এর সঙ্গে চুক্তিবদ্ধও হয়েছিলেন।
আবার সঙ্গীতে প্রত্যাবর্তনের জন্য তিনি যুক্তরাজ্যকে বেছে নিয়েছিলেন কারণ দেশটির অস্ত্র নিয়ন্ত্রণ আইন তাকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে সক্ষম।
জ্যাকসনের বন্ধু জেসন পিফেইফার দ্য সান সংবাদপত্রকে বলেন, ‘শেষবার আমি যখন তাকে তার কার্যালয়ে দেখি, সে সবার কাছ থেকেই বিদায় নিচ্ছিল।’
‘বিষয়টি এমন ছিল, যেন সে জানতোই এখানে আর ফিরে আসবে না। সেসময় আকস্মিকভাবে সে বলে উঠেছিল, তার মনে হচ্ছে তাকে মঞ্চে গুলি করা হতে পারে।’ বলেন পিফেইফার।
তিনি আরো বলেন, ‘সে (জ্যাকসন) ইংল্যান্ডে তার প্রত্যাবর্তনের কনসার্ট করতে চেয়েছিল কারণ এখানে কঠোর অস্ত্রনিয়ন্ত্রণ আইন রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রে যে কেউ অস্ত্র নিয়ে ঢোকার সুযোগ পায় এবং তাকে গুলি করতে পারে। যুক্তরাষ্ট্রকে তার অনেক বিপজ্জনক মনে হয়েছিল।’