বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর উদ্বোধন

ডেস্ক রিপোর্ট : রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ বিমান ঘাঁটি বঙ্গবন্ধুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এ ঘাঁটির উদ্বোধন করেন তিনি।
এসময় বাংলাদেশের সার্বিক উন্নয়ন পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।’
বিমান বাহিনীসহ সামরিক বাহিনীকে উন্নত ও আধুনিক করতে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করার পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নয়ন হয়েছে।
তথ্য পাবার অধিকার প্রতিষ্ঠিত করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের তথ্য পাবার সেবা ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক বেষ্টনি, মানব দক্ষতা উন্নয়নে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। জাতিসংঘসহ আর্ন্তজাতিক মহলে দেশের প্রশংসা বেড়েছে।” দেশের মানুষের আয় বেড়েছে, পাঁচ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত হয়েছেন বলে জানান তিনি।
বিমান বাহিনীকে আধুনিকায়নের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, প্রথমবারের মতো ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সংযোজন করা হয়েছে বিমান বাহিনীতে। বঙ্গবন্ধু এরোনটিক সেন্টার স্থাপন করা হয়েছে।
বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “যুদ্ধক্ষেত্রে বিমান চালানো গুরুতর ও পবিত্র দায়িত্ব। দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের গুরুত্ব বাড়াতে হবে।”
বিমান বাহিনীর অংশগ্রহণে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভাবমূর্তি আরো এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
রাশিয়ার সঙ্গে করা চুক্তিতে ত্রিমাত্রিক রাডার যুক্ত হচ্ছে বিমান বাহিনীতে। এছাড়াও সি-১৩০ পরিবহন বিমান, বেল-২১২ ও বেল-২০৬ হেলিকপ্টারসহ আরো বেশ কিছু আধুনিক উড়োজাহাজ যুক্ত হচ্ছে বিমান বাহিনীতে।