বগুড়ায় পিকেটারদের ধাওয়ায় ট্রাকচালক নিহত

ডেস্ক রিপোর্ট : নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতাল চলছে। রাজধানীর সড়কগুলোতে ভোর থেকেই সংখ্যায় কম হলেও রিকশা ও সিএনজিসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। এদিকে হরতাল চলাকালে পিকেটারদের ধাওয়ায় ট্রাকচালক নিহত হয়েছেন।
যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীজুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন সড়কে পুলিশের পাশাপাশি রয়েছে র্যাব-বিজিবির কড়া নজরদারি।
হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ ও র্যাব।
এদিকে সকাল ৭টার দিকে বনশ্রীতে হরতালের সমর্থনে যুবদল মিছিল বের করে। এ সময় গাড়ি ভাংচুরের চেষ্টা চালালে লেগুনার চাপায় আল আমীন নামে এক যুবদল কর্মী আহত হন। পরে তাকে হাসপালে নিয়ে যাওয়া হয়। তবে এখান থেকে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
সকাল ৭টার দিকে মালিবাগ আবুজর গিফারি কলেজের গলি থেকে একটি মিছিল বের করে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ। স্বেচ্ছাসেবক দলের নেতা নজরুল ইসলামের নেতৃত্বে ২০-২৫ জন কর্মীর ওই ঝটিকা মিছিল থেকে এ সময় পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তবে পুলিশ আসার আগেই পালিয়ে যান মিছিলকারীরা।
সকাল ৭টার দিকে খিলগাঁওয়ে মহিলা দল একটি মিছিল বের করে একটি লেগুনা ভাংচুর করে। তবে এখান থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
সকাল সাড়ে ৬টার দিকে পূর্ব বাসাবোতে ছাত্রদল মিছিল বের করে। সকালে মুগদা পিকেটার সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ।
এদিকে, হরতাল চলাকালে বগুড়ায় পিকেটারদের ধাওয়ায় এক ট্রাকচালক চালক নিহত হয়েছেন। নিহত ট্রাকচালকের নাম খুতুম মিয়া। তার পিতার নাম জয়নাল। নিহতের বাড়ি বগুড়া শহরের মাটিডালি বিমান মোড়ে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার পথে জেলার বারোপুর এলাকায় পিকেটাররা গম বোঝাই ট্রাকটি ধাওয়া করে। এ সময় পিকেটারদের একটি ছোড়া ইট চালকের বুকে লাগে। সঙ্গে সঙ্গে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।