ফ্রান্সে স্বাধীনতা দিবস উপলক্ষে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন আলোচনা সভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট : ৩১ শে মার্চ ফ্রান্সের রাজধানী প্যারিসের ৪৩ রুই দু লাসাফেল কফি বার হলে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স আয়োজনে ৪২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাব্বির আহমদ চৌধুরীর সভাপত্বিত আলোচনা সভা অনুষ্টান পরিচালনা করেন যৌথভাবে সাধারণ সম্পাদক সাইফুল আলম এবং সহ-সাধারণ সম্পাদক খলিলুর রহমান।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৌওলানা মিজানুর রহমান । সভায় মহামান্য রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান এবং মুক্তিযোদ্ধের শহিদের রুহের মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করে দোয়া করা হয়। সভায় অন্যান্য এর মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা জয়নাল খান, সিরাজ উদ্দিন, ইছহাক আলী, লিল মিয়া, এহছান মাহমুদ, মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক আব্দুল হান্নান ,সমাজ কল্যার্ণ সম্পাদক মোমিন আলী , আব্দুল মতিন , শাহীন আহমদ , মানব ঠিকানা প্রতিনিধি জুনেদ ফরহান, ময়নুল ইসলাম সবুজ, প্রচার সম্পাদক আতিকুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আব্দুল মালিক হিমু, সাহান সহিক , মিছবাহ উদ্দিন রুবেল, সুমেল মিয়া , শাহিন আহমদ, আবুল কালাম সিদ্দিকী, ফয়ছল আহমদ। সভায় আরো উপস্থিত ছিলেন আব্দুল কাদির, ময়নুল হক, সাহাবুদ্দিন, আনোয়ার হোসেন আনু , সাইফুল আহমদ (তুহিন), জাফর ইকবাল ,আব্দুস সামাদ, মুন্না, হাসান প্রমুখ।