মাধবকুন্ডে বারুনী স্নান-মেলা

এম. মছব্বির আলী : মৌলভীবাজারের বড়লেখায় মাধবকুন্ড জলপ্রপাতে প্রতি বছরের ন্যায় এবারও গতকাল ৮ এপ্রিল সোমবার বারুনী স্নান ও মেলা অনুষ্ঠিত হয়েছে। হেফাজতে ইসলামের সকাল-সন্ধ্যা হরতাল থাকায় অনুষ্ঠানে লোকজনের উপস্থিতি ছিলো তুলনামূলক কম। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোর থেকেই বারুনী স্নান শুরু হয়। জলপ্রপাতের পাশে ঐতিহ্যবাহী বারুনী মেলা বসে। ভোর থেকে সেখানে বারুনী স্নান শুরু হয়। সরেজমিন গিয়ে দেখা গেছে, পূন্যার্থীর সংখ্যা কম। হাতেগুনা কয়েকটি অটোরিকশা ছাড়া অন্য কোনো যানবাহন নেই। লোকজন পায়ে হেঁটে যাচ্ছে। এর মধ্যে আশপাশের এলাকার লোকজনই বেশি। পার্কিংয়ের নির্ধারিত স্থানে যানবাহনের সংখ্যা কম। মাধবকুন্ড উন্নয়ন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অনুকূল দেব জানান, এবার অতীতের তুলনায় এবার কম পূন্যার্থী এসেছেন। ধর্মীয় অনুভূতি থাকা স্বত্বেও হরতালে লোকজনের ভীতির কারণে এ অবস্থা হয়েছে। বড়লেখা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান, পূন্যার্থীদের নিরাপত্তায় মাধবকুন্ডে সকাল থেকে পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।