জুড়ীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় আহত ১

মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ১ জনকে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ৭টায় শহরের শিশুপার্ক চত্বরস্থ মদিনা ডিপার্টমেন্টাল স্টোরে। দোকান মালিক জাঙ্গীরাই গ্রামের বাসিন্দা জিয়াউল হক অভিযোগ করে জানান, জাঙ্গীরাই গ্রামের একটি মাঠে সোমবার বিকেল ৫টায় জাঙ্গীরাই ও ভোগতেরা গ্রামের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার এক পর্যায়ে তুচ্ছ বিষয়কে নিয়ে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা লাঠিসোটা নিয়ে তার দোকানে হামলা চালায়। হামলায় তার ছোট ভাই বাহার উদ্দিন আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার কারণে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জিয়াউল হক দাবি করেন। এ ঘটনায় জিয়াউল হক বাদী হয়ে রাতেই ১৫ জন নামীয় এবং অজ্ঞাতনামাকে আসামী করে জুড়ী থানায় মামলা করেছেন। জুড়ী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।