কুলাউড়ার কাদিপুরে অষ্ট প্রহর হরিনামযজ্ঞ সমাপ্ত

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ার কাদিপুরের উত্তর কৌলার গৌরাঙ্গমহাপ্রভুর আশ্রমে গত ৭, ৮ ও ৯ এপ্রিল ৩দিন ব্যাপী বাৎসরিক অষ্টপ্রহর হরিনামযজ্ঞ অনুষ্টিত হয়। অনুষ্টানের মধ্যে ছিলো গীতাপাঠ ও লীলাকীর্তন। গত ৮ এপ্রিল সোমবার রাতে হরিনামযজ্ঞ অনুষ্টানে অংশগ্রহন করেন কুলাউড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বাবু অরবিন্দু ঘোষ বিন্দু, বাংলাদেশ হিন্দু সমাজ সংস্কার সমিতির কুলাউড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক বিশ্বজিৎ দাস, অগ্রণী ব্যাংক ভূকশিমইল শাখার ম্যানেজার প্রদীপ কান্ত দত্ত, বাংলাদেশ হিন্দু সমাজ সংস্কার সমিতির ব্রাহ্মনবাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি দেবব্রত দাস বাবলু, শ্রী শ্রী মহাপ্রভূও স্মরণউৎসব উদযাপন পরিষদ কুলাউড়া’র সাধারণ সম্পাদক বাবু সুধাংশু মোহন বিশ্বাস, কাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য কাজল দেবনাথ, দিপু ধর, আশ্রমের স্থায়ী কমিটির সভাপতি ক্ষীতেশ দেব, সম্পাদক নীপেশ দেব, উৎসব কমিটির সভাপতি নির্মল দেব, সম্পাদক অবিনাশ দেব, অনুপম কান্তি দেব, রাখাল দেব, দ্বিজেন্দ্র দেব, বিধান দেব, লিটন দেব ও মঞ্জু দেব প্রমুখ। অনুষ্টান সমূহে দেশের বিভিন্ন স্থান থেকে কীর্তনীয়াদল এতে অংশ গ্রহন করে। অনুষ্টানে বিশ্ব মানবতার কল্যাণে শান্তি কামনা করা হয়। দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরন করা হয়।