১১ এপ্রিল কুলাউড়ায় শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ার শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের আয়োজনে ২য় মেধা বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে সনদপত্র ও বৃত্তি প্রদান অনুষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এড. নওয়াব আলী আব্বাছ খাঁন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম। কলেজের অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান জানান, শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ২য় মেধা বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ছাড়াও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ও জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রীকে ঐদিন পুরস্কৃত করা হবে।