বড়লেখায় শিশু ধর্ষনের চেষ্টা : বখাটে আটক
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় গতকাল ৯ এপ্রিল মঙ্গলবার সকালে স্থানীয় মহিলা মাদ্রাসার প্রথম শ্রেণীর এক শিশু ছাত্রীকে (৬) ধর্ষন চেষ্টার অভিযোগে এলাকাবাসী জাহেদ আহমদ (১৯) নামে এক বখাটে যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এব্যাপারে শিশুটির চাচা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের দোহালিয়া গ্রামের প্রবাসীর শিশু কন্যা (৬) স্থানীয় মহিলা মাদ্রাসার প্রথম শ্রেনীর ছাত্রী গতকাল মঙ্গলবার সকাল আটটায় বাড়ীর পাশের দোকানে পান আনতে যায়। বাড়ী ফেরার সময় একই গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে জাহেদ আহমদ (১৯) চকলেট খাওয়ার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে কোলে করে নির্জন স্থানে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে লোকজন উলঙ্গ অবস্থায় তাকে উদ্ধার ও বখাটে জাহেদ আহমদকে আটক করে পুলিশে সোপর্দ করে। বড়লেখা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান শিশুটির চাচার রুজু করা মামলায় গ্রেফতার দেখিয়ে আটককৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।