রাজনগরে বরযাত্রীবাহী লাইটেস চাপায় শিশু নিহত
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল, ২০১৩ ৭:০০ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৪১ বার পঠিত
রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলার গ্রাম রাজনগর এলাকায় বরযাত্রীবাহী লাইটেসের চাপায় শাকিল (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ৮ এপ্রিল সোমবার বিকেল ৫টায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজনগর গ্রামের মাহমদ মিয়ার ছেলে শাকিল বিয়ের গাড়িটি দেখে গাড়ির সম্মুখ দিয়ে দৌড় দেওয়ার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি শিশুকে চাপা দিলে সে মারাত্মক আহত হয়। প্রথমে তাকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু ঘটে।