‘খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিলেই সমাধান’

ডেস্ক রিপোর্ট : মহাজোট সরকারের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, হামলা-মামলা করে সমস্যার সমাধান হবে না। হামলা-মামলা করে কেউ ক্ষমতায় টিকতে পারেনি, এই সরকারও পারবে না। খালেদার জিয়ার আহ্বানে সাড়া দিলেই বর্তমান পরিস্থিতির সমাধান হবে।
বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে দাবি করে শামসু্জ্জামান দুদু বলেন, স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণ হরতাল পালনের জন্য দেশবাসীকে অভিনন্দন জানাই।
তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিক অধিকারে বাধা দিয়ে তাদের নেতাকর্মীদের আটক করছে। তিনি দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে নেতাকর্মীদের মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জোর দাবি জানান।