জিডিপি প্রবৃদ্ধি কমার আভাস এডিবির, ভিন্নমত অর্থমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট : চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দেড় শতাংশ কম হবে বলে আভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
সংস্থাটি বলছে, স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে চাহিদা কমে যাওয়াই এর কারণ।
অবশ্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাদের পূর্বাভাস প্রত্যাখ্যান করে বলেছেন, প্রবৃদ্ধি ৬ শতাংশের উপরেই থাকবে।
বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ দশমিক ২ শতাংশ। অর্থবছরের শুরু থেকেই এডিবি, বিশ্ব ব্যাংক ও আইএমএফ বলে আসছে এই লক্ষ্যমাত্রা অর্জিত হবে না।
মঙ্গলবার এডিবি প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০১৩ এ বলা হয়, বাংলাদেশে চলতি ২০১২-১৩ অর্থবছরে ৫ দশমিক ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে। আর ২০১৩-১৪ অর্থবছরে তা হবে ৬ শতাংশ।
স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে চলতি অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি কম হবে বলে এডিবির ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। রপ্তানি আয়ের ধীর গতির কথাও বলা হয় তাতে।
তবে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বাড়ায় চলতি হিসাবের ভারসাম্যে (ব্যালান্স অব পেমেন্ট) উদ্বৃত্ত রয়েছে।
চলমান রাজনৈতিক অস্থিরতা যদি আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকে তাহলে বাংলাদেশের অর্থনীতি ঝুঁকির মধ্যে পড়বে বলেও প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়।
এডিবি’র জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দৃষ্টি আকর্ষণ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এডিবি-আইএমএফ এরা সবাই প্রত্যেকবারই লক্ষ্যমাত্রার চেয়ে ১ শতাংশ কম হবে বলে। আমি বলছি, আমাদের প্রবৃদ্ধি ৬ শতাংশের উপরেই থাকবে।”
“পৃথিবীর কয়টা দেশ এমন প্রবৃদ্ধি অর্জন করেছে?” প্রশ্ন রাখেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, “এটা ঠিক যে আমরা বাজেটে যে লক্ষ্যমাত্রা ধরেছিলাম তার থেকে কিছুটা কম প্রবৃদ্ধি হবে।” আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশের বেশি ধরা হবে বলেও জানান তিনি।
এর আগে গত ২০১১-১২ অর্থবছরে ৬ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল।