শনিবার সিলেটে হেফাজতের সমাবেশ

হেফাজতে ইসলামের সিলেটের মহাসমাবেশ অনিবার্য কারণ বশত ১১ এপ্রিলের পরিবর্তে আগামী ১৩ এপ্রিল শনিবার বেলা ২টায় সিলেট সিটি পয়েন্টে অনুষ্ঠিত হবে। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী। এ ছাড়াও মহাসমাবেশে অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সিলেটের বিশিষ্ট উলামায়ে কেরাম বক্তব্য রাখবেন। এদিকে, সিলেটের মহাসমাবেশ সফলের লক্ষ্যে মঙ্গলবার বাদ মাগরিব হেফাজতে ইসলাম সিলেটের নির্বাহী কমিটির এক সভা সোবহানীঘাটস্থ এদারা ভবনে অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম সিলেটের সভাপতি মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম সিলেটের সহ সভাপতি আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশের সেক্রেটারী মাওলানা আব্দুল বাছিত বরকতপুরী, হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক শায়খ শাওলানা জিয়াউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীম জালালী, বন্দর বাজার জামে মসজিদের খতিব মাওলানা মুস্তাক আহমদ খান, মাওলানা খলিলুর রহমান, হাফিজ মাওলানা নুরুজ্জামান, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা আসরারুল হক, আব্দুল হান্নান তাপাদার,মাওলানা মাহমুদুল হাসান, ধনুকান্দি মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা নেজামুদ্দীন, মাওলানা গাজী রহমতুল্লাহ, অধ্যক্ষ আব্দুল হান্নান, মাওলানা শামসুদ্দীন মুহাম্মদ ইলিয়াস, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মাওলানা আবদুল মালিক চৌধুরী, মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা আলী নুর, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ছদরুল আমীন, প্রমুখ। সভায় সিলেট মহানগর ও জেলার প্রতিটি উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠান সমুহে ব্যাপক গণসংযোগ, পোস্টার ও প্রচারপত্র বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় মুসলমানদের ঈমানী দাবী পূরণের লক্ষ্যে হেফাজতে ইসলামের ১৩ এপ্রিলের মহা-সমাবেশ সফলের জন্যে সিলেটের সর্বস্তরের তৌহিদি জনতার প্রতি আহবান জানানো হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, হেফাজতে ইসলাম সিলেটের নামে কোনো ‘ফেইসবুক আইডি’ নেই। হেফাজতের নামে ফেইসবুক ব্যাবহার করে কেউ যেন জনগণকে বিভ্রান্ত করতে না পারে, সেজন্য সবাইকে অবগত করা গেল। হেফাজতে ইসলাম সিলেট-এর প্রচার উপ-কমিটির সদস্য মাওলানা তাজুল ইসলাম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।