কুলাউড়ায় গৃহবধূ খুন

এম. মছব্বির আলী : কুলাউড়ায় এক গৃহবধূকে খুন করে মুখে বিষ দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে যাবার চেষ্টা চালাচ্ছে খুনীরা। নিহতের নাম মনোয়ারা বেগম (২৫)। তিনি কুলা৫ এপ্রিল শুক্রবার রাতে মনোয়ারার স্বামী ও তার জা-ভাসুর তাকে বেদম মারপিট করে নাকে মুখে বিষ ঢেলে দেয়। গুরুতর অবস্থায় মনোয়ারাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়। ৮ এপ্রিল সোমবার রাতে মনোয়ারা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়। মনোয়ারা দুই সন্তানের জননী। মনোয়ারা ও তার সন্তানদের সম্পত্তি থেকে বঞ্চিত করে তা আত্মসাত করার জন্য তার ভাসুর, জা ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে বলে তার ভাই অভিযোগ করেছেন। তার লাশের সুরতহালের রিপোর্ট থেকে জানা যায়, তার গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে মনোয়ারার স্বামী রশিদ আলী পলাতক রয়েছে। ৯ এপ্রিল মঙ্গলবার লাশের ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।