শ্রীমঙ্গলে বিজিবি’র ৩টি ব্যাটালিয়ন নিয়ে সেক্টর কার্যালয়ের উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর সাথে আরও দু’টি ব্যাটালিয়নের সমন্বয়ে গঠন করা হয়েছে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর সদর দপ্তর। সেক্টরের অন্য দু’টি এলাকা হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের ৫২ বর্ডার গার্ড ও হবিগঞ্জের চুনারম্নঘাটের ৫৫ বর্ডার গার্ড। বুধবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিজিবি ১৪ ব্যাটলিয়নের সদর দপ্তরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ পিএসসি। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রিজন্যাল কমা-ার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোসত্মফা, শ্রীমঙ্গল নবগঠিত সেক্টর কমা-ার কর্ণেল সালেহ, ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমা-ার লে. কর্ণেল এমএ মনির, পুলিশ সুপার হারম্নন অর-রশিদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ পিএসসি জানান, নতুন এ সেক্টরের মাধ্যমে সীমানেত্মর ৩ শত কিলোমিটার এলাকায় চোরাচালান রোধে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করা হবে।