বিএনপির নিন্দা

দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেপ্তারকে স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।বৃহস্পতিবার সকালে দলের পক্ষে এক তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি মাহমুদুরকে গ্রেপ্তারের নিন্দা জানান এবং অবিলম্বে তার মুক্তি দাবি করেন।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথপোকথন প্রকাশ, ধর্মীয় উস্কানি দেয়া এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে বৃহস্পতিবার সকালে আমার দেশ কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে মিন্টো রোডে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
২০০৮ সালে বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালুর মালিকানাধীন আমার দেশের ব্যবস্থাপনার দায়িত্ব নেন মাহমুদুর রহমান। ওই সময় থেকেই তিনি পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
মাহমুদুরকে গ্রেপ্তারের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই তাৎক্ষনিক প্রতিক্রিয়া দেন তিনি।
শামসুজ্জামান দুদু অভিযোগ করে বলেন, “মুক্ত চিন্তা ও মত প্রকাশের অন্যতম সাহসী যোদ্ধা মাহমুদুর রহমানকে হঠাৎ করে গোপনে গ্রেপ্তার করা হয়েছে। এভাবে গ্রেপ্তার করে সরকার একাত্তরের শহীদদের আত্মাকে অপমান করেছে। কারণ ১৯৭১ সালে মত প্রকাশের স্বাধীনতার জন্য এদেশের মানুষ যুদ্ধ করেছিল, তা এই গ্রেপ্তারে খর্ব হয়েছে।”
এ সময়ে কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন খান মিলন, তকদির হোসেন মো. জসিম, সহ দপ্তর সম্পাদক এস কে সাদী প্রমুখ উপস্থিত ছিলেন।