ইতালিতে জন্মগ্রহণকারী শিশুদের নতুন আইন পাসের চেষ্টা

মিলান থেকে সংবাদদাতা : ইতালির ডেমোক্রেটিভ পার্টি ইতালিতে জন্মগ্রহণকারী শিশুদের ইতালিয়ান নাগরিকত্ব দিতে নতুন বিল পাসের জন্য সংসদে আইন পাশের জন্য আবেদন করেছে। গত মার্চ মাসে ২০১৩ সালে ইতালিতে জন্মগ্রহণকারী এবং ইতালিতে বেড়ে উঠা শিশুদের জন্য সংসদে আইন প্রণয়নের প্রস্তাব দেন। সংসদে আনুষ্টানিক প্রস্তাবকারীরা হলেন ইতালি ডেমোক্রেটিভ পার্টির সেক্রেটারি জেনারেল পিয়েরলুইজি বেরসানি,রবার্তো সাপেরনেজা,খালিদ চাউকি এবং চেচলি কিয়ানজি।
উল্লেখ্য, খালিদ ও কিয়ানজি হলেন প্রথম বারের মত বিদেশে জন্মগ্রহণকারী ইতালিয়ান সংসদ সদস্য.
প্রস্তাবে তারা উল্লেখ করেন ইতালিতে জন্মগ্রহণকারী শিশুদের পিতামাতা কমপক্ষে ৫ বছর বৈধ ভাবে ইতালিতে বসবাস করতে হবে। শিশুরা ইতালিতে তাদের ১৮ বছর পূর্ণ করার পর সে স্বাধীনভাবে নিজের নাগরিকত্ব রাখা বা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারবে,এই আইন পাশের পূর্বে যেসব শিশু ইতালিতে জন্মগ্রহণ করেনি কিন্তু ১০ বছরের কম বয়স থেকে ইতালিতে বসবাস করে আসছে এবং নিয়মিত ইতালিয়ান শিক্ষাক্রম চালিয়ে আসছে বা অংশগ্রহণ করছে তাদের কে ইতালিয়ান নাগরিকত্ব দেওয়ার আবেদন করেন।