অবিলম্বে মাহমুদুর রহমানকে নি:শর্ত মুক্তি দিতে হবে -দুবাইতে সাংবাদিক নেতৃবৃন্দ

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই : দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহামুদুর রহমানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরব আমিরাতে প্রবাসী সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, স্কাইপি সংলাপ প্রকাশের জন্য যে অভিযোগ এনে মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে তা সংবাদপত্রের বাক স্বাধীনতার কন্ঠকে রোধ করার জন্য তা করা হয়েছে। অথচ যে বিচারক নিজামুল হকের বিরুদ্ধে স্কাইপি সংলাপ প্রকাশের পর এই অভিযোগ মাথায় নিয়ে বিচারক পদত্যাগ করেছেন তার বিরুদ্ধে কোন বিচার করা হলো না । অথচ যিনি এই দুর্নিতির কথা প্রকাশ করলেন উল্টো তাকে গ্রেফতার করা হলো। তাতে বুঝা যায় দেশে আইনের শাসন নেই। বক্তারা বলেন,মাহমুদুর রহমানকে গ্রেফতার ও তার সঙ্গে অসজন্যমূলক আচরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নি:শর্ত মুক্তি দাবী করেছেন আমিরাত প্রবাসী সাংবাদিক ও সুধীজনবৃন্দ। গত ১১ এপ্রিল দুবাই প্যানোরমা হোটেল বলরুমে আমিরাত প্রবাসী সাংবাদিক ও সুধী জনের উদ্যোগে আয়োজিত মাহমুদুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদ প্রতিবাদ সভায় বক্তারা একথা বলেন। প্রবাসী সাংবাদিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আমার দেশ প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাংবাদিক নাসিম উদ্দিন আকাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তজাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম। বক্তব্য রাখেন বাংলা ভিশনের আমিরাত প্রতিনিধি ফারুক মাহমুদ চৌধুরী, মাই টিভির প্রতিনিধি সিরাজুল হক,এনটিভির দুবাইর ব্যুরো সহকারী গিয়াস উদ্দিন,দৈনিক ইনকিলাব আমিরাত প্রতিনিধি সালাউদ্দিন,মোহাম্মদ সেকান্দার,কমিউনিটি নেতা জাকির হোসেন, নুরুল আলম,ইলিয়াছ চৌধুরী,নুরুল আবছার,প্রকৌশলী আবদুস সালাম সহ আরো অনেকে। বক্তারা মাহমুদুর রহমানকে গ্রেফতার ও তার সঙ্গে অসজন্যমূলক আচরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নি:শর্ত মুক্তি দাবী করেছেন।