
মৌলভীবাজার প্রতিনিধি : দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবীতে মৌলভীবাজারের চৌমোহনা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। এতে আমারদেশের পাঠক ফোরোমের প্রায় ২ শতাধিক সদস্যরা অংশ নেন। মানববন্ধন ও সমাবেশ চলাকালে রাস্তার দ’ুপাশে শত শত মানুষ সমবেত হন।
গতকাল ১২ এপ্রিল শুক্রবার পাঠক ফোরাম মৌলভীবাজার জেলা শখার আহবায়ক কলামিষ্ট ও এডভোকেট মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে বিকেল ৫টায় থেকে ৬টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, পাঠক ফোরামের যুগ্ম আহবায়ক মতিন বখস, জেলা আইনজীবি সমিতির সহ-সভাপতি ফয়সল আহমদ, যুবদল নেতা শেখ শামিম জাফর, জেলা জমিয়ত নেতা খালেদ সাইফুল্যাহসহ অনেকেই। সমাবেশে বক্তারা বলেন, দেশ ও বিদেশের বহুল আলোচিত গণমাধ্যম দৈনিক আমার দেশ পত্রিকার অদম্য সাহসী সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেফতারের প্রতিবাদে মৌলভীবাজারের বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সংগঠনের পড়্গ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে এবং অবিলম্বে আমার দেশ সম্পাদকের মুক্তির দাবী করেন বক্তরা। তাঁরা বলেন, আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমান মানেই বর্তমান সরকারের সকল দুঃশাসন, লুটপাট নানা কেলেংকারীর বিরম্নদ্ধে সোচ্চার ও ইমানী দায়িত্বের এক প্রতিবাদী কন্ঠের নাম। বর্তমান শেখ হাসিনা সরকারের শাসনামলের অকোতভয় বীরের ভূমিকা নিয়ে মাহমুদুর রহমান তাঁর ড়্গুরধার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে অধিকার আদায়ের জাগরণ তুলেছেন। সরকার পরিবর্তনের ঢেউ তুলেছেন। তার গ্রেফতারের মাধ্যমে সেই মহাজাগরণ কিছুতেই আর দমানো যাবে না। কাজেই শেখ হাসিনা সরকার রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে দমন পীড়নের যে ভয়ংকর খেলায় মেতে উঠেছেন তা কোনও ভাবে কাজে আসবে না বলে তারা সরকারকে সর্তক করে দেন।