কমলগঞ্জে অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল, ২০১৩ ৭:১০ পূর্বাহ্ণ | সংবাদটি ৭৩৫ বার পঠিত
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলেপুর এলাকায় একটি দোকান ঘরে আগুন লেগে দোকান ঘরে রক্ষিত মালামাল পুড়ে ছাই হয়েছে। অগ্নিকান্ডে মালিকের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, কমলগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের মফিজ শাহ মাজারের সামনের দুরুদ মিয়ার দোকান ঘরে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় হঠাৎ করে আগুন লাগে। আগুনের শিখায় দোকান ঘর সর্ম্পূন ভস্মিভুত হয়ে যায়। আশপাশের লোকজন আসার আগেই আগুন ছড়িয়ে পড়ে। এতে দোকানের রক্ষিত মালামাল পুড়ে যায়। পুড়ে যাওয়া মালামালের মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে মালিক দুরুদ মিয়া জানান। খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সাভির্স এর লোকজন আসলেও ঘটনাস্থলে আসার আগেই আগুন নিভে যায়।