কুলাউড়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল, ২০১৩ ৭:১১ পূর্বাহ্ণ | সংবাদটি ৫০৭ বার পঠিত
কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রাম থেকে শুক্রবার সন্ধ্যা ৬টায় পুলিশ এক অজ্ঞাত (৩৫) ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্র জানায়, মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তির লাশ আশ্রয় গ্রামের জগদীশ ও জিনু ঠাকুরের বাড়ির পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় চেয়ারম্যান পুলিশকে খবর দিলে কুলাউড়া থানার সেকে- অফিসার এসআই মকতুল হোসেন পিপিএম ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করে মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।