জুড়ীতে ট্রাক-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ : আহত ২

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিএনজিচালিত ফোরস্ট্রোক-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। প্রত্যড়্গদর্শী, এলাকাবাসী ও থানা পুলিশ সূত্র জানায়, কুলাউড়া-বড়লেখা সড়কের জুড়ী উপজেলার ভুয়াই এলাকায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই নিহত হন জুড়ী উপজেলার পুষাইনগর গ্রামের বাসিন্দা মুক্তা মিয়া (১৪), মালই বিবি (৪০) এবং অটোরিক্সা চালক জসিম মিয়া (২৪)। আহত ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে পাঠিয়েছে। আহত ২ জনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে বলে জানিয়েছেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান।