মুক্তিযুদ্ধের নথি-স্মারক পেতে ভারতকে অনুরোধ

ডেস্ক রিপোর্ট : মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত নানা নথি এবং স্মারক পেতে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
নয়া দিল্লিতে ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী মণীশ তিওয়ারির সঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দুদিনের বৈঠকে এই অনুরোধ জানানো হয় বলে বাংলা দৈনিক আনন্দবাজার শনিবার জানিয়েছে।
বৃহস্পতি ও শুক্রবার দুই তথ্যমন্ত্রীর বৈঠকে যৌথউদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক একটি চলচ্চিত্র নির্মাণেও মতৈক্য হয়েছে।
হাসানুল হক ইনুকে উদ্ধৃত করে আনন্দবাজার বলেছে, “একাত্তরের যুদ্ধের সময় দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, নীলিমা সান্যালদের কণ্ঠ বাংলাদেশের ঘরে ঘরে বাজত। সেই সময়ের রেকর্ডিং যাতে সংরক্ষণাগার থেকে উদ্ধার করে আমাদের দেয়া হয়, সে জন্য অনুরোধ করেছি ভারতীয় নেতৃত্বকে।
“তাছাড়া যুদ্ধের সময় ইন্দিরা গান্ধী কী বক্তৃতা করেছিলেন, রাশিয়ার সঙ্গে তার কী কথা হয়েছিল, সে সব নথিও চেয়েছি আমরা।”
মণীশ তিওয়ারির সঙ্গে বৈঠকে ভারতে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচারে বাধা দূর করার আহ্বানও জানান ইনু।
ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিগগিরই যৌথভাবে চলচ্চিত্র তৈরির প্রস্তাবনা চূড়ান্ত করতে একটি ‘রোডম্যাপ’ নিয়ে কাজ করতে উভয় দেশের মন্ত্রী একমত হয়েছেন।
তিওয়ারির আমন্ত্রণে বুধবার ভারত সফরে যান বাংলাদেশের তথ্যমন্ত্রী।