সৌদিতে ধর্ষণ ও হত্যার দায়ে পাকিস্তানির শিরচ্ছেদ
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল, ২০১৩ ৭:২৯ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৮১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ধর্ষণ ও হত্যার দায়ে এক পাকিস্তানির শিরচ্ছেদ করেছে সৌদি সরকার। সৌদির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক শহরে এই ঘটনা ঘটে।
সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা এসপিএ জানায়, আজমল আলী কোল নামে পাকিস্তানি ওই ব্যক্তি এক সৌদি নারীর বাড়িতে চুরির আগে তাকে ধর্ষণ ও হত্যা করে।
সংবাদ সংস্থা এএফপি জানায়, এই নিয়ে সৌদিতে এ বছর মোট ৩৩ জনকে শিরচ্ছেদ করা হল। গতবছর দেশটিতে ৭৬ জনকে শিরচ্ছেদ করা হয় যদিও হিউম্যান রাইটস বলছে এই সংখ্যা ৬৯।
সৌদির ইসলামী শরিয়াহ আইন অনুযায়ী ধর্ষণ, হত্যা, সশস্ত্র ডাকাতি, মাদক চোরাচালানের মতো অপরাধের শাস্তি মৃত্যুদন্ড।