সিলেট নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট : সিলেটের নব প্রতিষ্ঠিত নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মোহাম্মদ আব্দুল্লাহ’র ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আত্নহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে-বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এস আই মোবাশ্বির। শুক্রবার বাদ জুমা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শুক্রবার সকালে তারা ক্যাম্পাসে গিয়ে ট্রেজারার ড. আব্দুল্লাহকে ফোন করেন। কিন্তু, তিনি ফোন রিসিভ না করায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা সেখানে যান। বাসায় গিয়ে ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ তারা দেখতে পান। বিষয়টি তারা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। কর্তৃপক্ষ পুলিশকেও বিষয়টি অবহিত করে। পরে পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। সিআইডির একটি টিমও ঘটনাস্থলে ছুটে আসে। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করেন। বেলা পৌনে চারটার দিকে তার লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা আব্দুল হাই সিলেটের সকালকে জানান, ড. আব্দুল্লাহ শেখঘাট ৫৬ নং বাসায় একাই বসবাস করতেন। তার গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জ জেলায়। ২০১২ সালের এপ্রিলে তিনি এ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। তার স্ত্রী-সন্তানরা সপরিবারে জাপান থাকেন বলে জানান তিনি। এর আগে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ছিলেন। কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এস আই মোবাশ্বির জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। তবে, ঘটনাটি আত্নহত্যা নাকি হত্যা-তা এখনো নিশ্চিত নয় বলে জানান তিনি।