হানিফের বাসায় ককটেল নিক্ষেপ
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল, ২০১৩ ১২:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৮৩৭ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের বাসা লক্ষ্য করে তিনটি ককটেল ছুঁড়ে মেরেছে দুর্বৃত্তরা। শনিবার বেলা ৩টার দিকে গুলশান আজাদ মসজিদের কাছে ৫/এ নম্বর সড়কের ১৫৫ নম্বর বাসা (এখানে হানিফ বসবাস করেন) লক্ষ্য করে তিনটি ককটেল ছুঁড়ে মারা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি মোটর সাইকেলে করে দুপুরে দুই যুবক বাসাটি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। তবে ককটেল তিনটি বিস্ফোরিত হয়নি। খবর পেয়ে গুলশান থানা পুলিশ ও ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে কি উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’