২০১১ পরবর্তী অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে পারে যুক্তরাষ্ট্র

২০১১ সালের ৩১ ডিসেম্বরের পর যুক্তরাষ্ট্রে প্রবেশকারী অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনা নিয়ে দেশটির সিনেটে একটি অভিবাসী বিল প্রস্তুত করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্র কংগ্রেসের একটি সূত্র শুক্রবার একথা জানিয়েছে।
সিনেটের ডেমক্রেট ও রিপাবলিকান উভয় দলের চারজন করে সদস্য নিয়ে গঠিত একটি কমিটি বিলটি তৈরি করছে। কমিটি মঙ্গলবার বিলটি প্রকাশ করার আশা করছে বলে জানিয়েছেন ওই সূত্র।
পরদিন বুধবার সিনেটের বিচারিক কমিটির সামনে বিলটি নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
বিলটির মূল বিষয়গুলোর বিষয়ে কমিটির সদস্যরা একমত হলেও কিছু খুটিনাটি বিষয় নিয়ে এখনো আলোচনা চলছে বলে জানা গেছে।
বিলটি আইনে পরিণত হলে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ সেখানে বসবাসের আইনি অধিকার পেয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকে পরিণত হবে।
কিন্তু ২০১১’র ৩১ ডিসেম্বরের পর যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে, যারা কর্তৃপক্ষের গোচরে নেই তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ওই সূত্র।
প্রসঙ্গত, হিস্পানিক ভোটারদের সমর্থন নিয়ে বারাক ওবামা দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে অভিবাসী আইন সংস্কারের বিষয়ে আইনপ্রণেতা ও জনগণের মধ্যে সমর্থন বৃদ্ধি পাচ্ছিল।