টিআইবির রূপরেখা নিয়ে সংসদে আলোচনা হতে পারে

ডেস্ক রিপোর্ট : আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে রূপরেখা দিয়েছে তার আলোকে সংসদে আলোচনা হতে পারে। এ বিষয়ে আলোচনা করতে বিএনপিকে সংসদে আসার আহ্বান জানান তিনি।
শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
এছাড়া বিএনপি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তাদের মতামতও পেশ করতে পারে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
আসন্ন নববর্ষ উপলক্ষ তিনি বলেন, “উগ্র সাম্প্রদায়িকতা বিরোধী রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে এবারের পহেলা বৈশাখ উদযাপন করবে আওয়ামী লীগ।”
তিনি আরো বলেন, “উগ্র সাম্প্রদায়িকতা নিয়ন্ত্রণ করতে সরকার কঠোর অবস্থানে থাকবে। তারই আলোকে উস্কানিমূলক লেখালেখি ছাপানোর জন্য মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।”
নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখ সকাল সাড়ে ৭টায় ভিক্টোরিয়া (বাহাদুর শাহ) পার্ক থেকে একটি র্যালি বের করবে মহানগর আওয়ামী লীগ। এটি রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এসে শেষ হবে।
এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে শনিবার সকালে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে কেক কাটা হয়।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে মহানগর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ মহানগর আওয়ামী লীগের নেতারা এ অনুষ্ঠানে বক্তব্য রখেন।