অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে শক্তি যোগাবে : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা করেছেন, পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির এ চর্চা জাতিসত্তাকে আরো বিকশিত, ঐক্যবদ্ধ, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে শক্তি যোগাবে। বাংলা নববর্ষ উপলক্ষে শনিবার এক বাণীতে প্রধানমন্ত্রী এ প্রত্যশা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বাংলা নববর্ষের প্রাক্কালে দেশবাসী, প্রবাসী বাঙালিসহ বিশ্বের সকল বাঙালি সংস্কৃতির অনুরাগীকে শুভ নববর্ষ ও আন্তরিক শুভেচ্ছা জানান।
তিনি বলেন, বাঙালির অন্যতম প্রধান উৎসব বাংলা নববর্ষ। এ দিন গোটা দেশ শাশ্বত ঐতিহ্যে লালিত বাঙালি সংস্কৃতির চারণভূমিতে পরিণত হয়। পহেলা বৈশাখের এ বৈচিত্র্যপূর্ণ রূপ-রস-গন্ধ আজ বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে। দেশ-বিদেশের বাঙালি ও বাংলাভাষাভাষী মানুষের কাছে এটি একটি মহোৎসবের দিন।
শেখ হাসিনা বলেন, নববর্ষ মানেই লোকায়ত বাঙালি সংস্কৃতির বর্ণাঢ্য উৎসব। প্রাণে নতুন উদ্যম সঞ্চরণের প্রেরণা। নতুন আশায় উদ্দীপ্ত হওয়ার নির্ঘণ্ট।
তিনি আরো বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনার আধার। এ চেতনাকে নস্যাৎ করার জন্য স্বাধীনতার আগে ও পরে বহু ষড়যন্ত্র হয়েছে। আঘাত করা হয়েছে বার বার। বোমা মেরে মানুষ হত্যা করা হয়েছে। ধর্মান্ধ, সাম্প্রদায়িক শক্তির কোন অপচেষ্টাই সফল হয়নি। বাঙালি জাতি তার আপন মহিমায় উদ্ভাসিত হয়েছে।
বাণীতে প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন, জীর্ণ, জরা ও গানি মুছে দিয়ে সকল বাঙালির জীবনে ১৪২০ সন সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ বয়ে আনবে।