বিএনপি সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল : খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট : হিন্দু ধর্মালম্বিদের দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়ে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, বিএনপি সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হিন্দু ধর্মালম্বি নেতারা তাদের ধর্মীয় অনুষ্ঠানের সময় হরতালের মতো কর্মসূচি না দেওয়ার দাবি জানাতে গেলে বেগম খালেদা জিয়া বলেন, বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করা হবে।
এসময় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সমলেন্দু দাস, কেন্দ্রীয় বিএনপির সদস্য অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, যুবদলের যুগ্ম-সম্পাদক দেবাশীষ রায় মধু, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক জয়ন্তু কুন্ডুসহ নারায়ণগঞ্জ লাঙ্গলবন্ধে পুণ্যস্নান উৎসব উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী জানিয়েছেন, “চলতি মাসের ১৭ ও ১৮ এপ্রিল নারায়ণগঞ্জের লাঙ্গলবন্ধে হিন্দু ধর্মালম্বিদের পুণ্যস্নান উৎসব থাকায় এই দুইদিনে হরতাল কর্মসূচি না দেওয়ার আবেদন নিয়ে সেখানকার নেতারা এসেছিলেন।
ম্যাডাম ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। বলেছেন, বিএনপি সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। সহানুভুতির সাথে বিষয়টি বিবেচনা করা হবে।
এছাড়াও বিরোধী দলীয় নেতা শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয় নিয়ে দলের সিনিয়র নেতা ও আইনজীবীদের সঙ্গে বৈঠক করেছেন বলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের কর্মকর্তা শাইরুল কবির খান জাস্ট নিউজকে জানিয়েছেন। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার আমিনুল হক, অ্যাডভোকেট খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
তবে বাংলাদেশ গেমসের কোনো প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন কি-না সে বিষয়ে তিনি নিশ্চিত কিছু বলতে পারেন নি।