কুলাউড়ায় ইসলামী আন্দোলন থানা কমিটি গঠন

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ার জাফরিন কমিউনিটি সেন্টারে গতকাল ১৩ এপ্রিল শনিবার দুপরে ‘ইসলামী আন্দোলন’ কুলাউড়ায় থানা শাখার সম্মেলন উপলক্ষে সভা অনুষ্টিত হয়। ইসলামী আন্দোলন কুলাউড়ায় থানা শাখার সভাপতি হাফিজ মাও.শিহাব উদ্দিন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাও.আপ্তাব উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান মেহমান ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষন সম্পাদক মুফতি হেমায়েত উল্লাহ। বিশেষ মেহমান ছিলেন ইসলামী আন্দোলন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মাও. আব্দুল কুদ্দুছ, যুগ্ম সম্পাদক মাও. সুলাইমান আহমদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাও. তোফায়েল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাও. নুর উদ্দিন আহমদ, ইসলামী আন্দোলন কুলাউড়া থানা শাখার সহ-সভাপতি মাও. নাজমুল ইসলাম, সম্পাদক মাও. শাহা আলম, বড়লেখা থানা শাখার সভাপতি মাও.হাফিজ আব্দুল্লা, সহ সাংগঠনিক সম্পাদক মাও, কামরুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুলাউড়া শাখার সভাপতি মোঃ আতিকুর রহমান, সম্পাদক মোঃ আখলাকুর রহমান, কর্মধা ইউনিয়ন শাখার সভাপতি শাহ হাফিজ আব্দুল্লা। পরে ইসলামী আন্দোলন জেলা কমিটির সভাপতি মাও. আব্দুল কুদ্দুছ ইসলামী আন্দোলন কুলাউড়ায় থানা শাখার সভাপতি পদে মাওলানা নজমুল ইসলাম, সহ-সভাপতি মাওঃ শাহা আলম ও সহ-সভাপতি ফিরোজ মিয়া তহশিলদার, সাধারন সম্পাদক মাও, আপ্তাব উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সবুর সহ ২৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করেন ও নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান। সম্মেলন শেষে ইসলামী আন্দোলন কুলাউড়া থানা শাখার উদ্যোগে কুলাউড়া উপজেলা সদরের উত্তর বাজার জামে মসজিদের প্রবীন খতিব, প্রখ্যাত আলেমে দ্বীন হাফিজ মাওলানা ফয়জুর রহমান (৭০) গত ২৯ মার্চ শুক্রবার দিবাগত রাত ১.৩০ টায় কুলাউড়া গ্রামের ইসলামবাগ আবাসিক এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে তাকে স্মরন করে রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।