কুলাউড়ায় ২৮টি চা বাগানের রবিদাস সমপ্রদায়ের ৩য় সম্মেলন অনুষ্ঠিত
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজার জেলার ২৮টি চা বাগানের রবিদাস সমপ্রদায়ের ৩য় সম্মেলন গত ৬ ও ৭ এপ্রিল শনি ও রোববার কুলাউড়ার বরমচাল চা বাগানে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন বরমচাল চা বাগানের শ্রী প্রসাদ দাস। সভা পরিচালনা করেন বরমচাল চা বাগানের ভূবন রবিদাস, আগনু রবিদাস ও বিশ্বজিৎ কুমার বসু রবিদাস। সভায় বাল্যবিবাহ, মাদকসেবন, যৌতুক গ্রহন নিষিদ্ধ ঘোষণা করা হয়। চা শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন চা বাগানের শিশুদের শিক্ষিত করে গড়ে তোলার উপর সভায় গুরুত্ব আরোপ করা হয়। সভায় বক্তব্য রাখেন লংলা ভ্যালির সভাপতি চূড়ামন রবিদাস, সম্পাদক ক্ষীরোদ রবিদাস। মনু ভ্যালীর সভাপতি জয় কিষন রবিদাস, সম্পাদক গপি চান্দ রবিদাস, বালিশিরা ভ্যালির সভাপতি মারকন্ড রবিদাস, সম্পাদক নেপালিয়া রবিদাস। বরমচাল চা বাগানের শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর আশ্রমের সম্পাদক সাধন দাস, চানভাগ চা বাগানের সাগর রবিদাস, আলীনগর চা বাগানের ইমন রবিদাস ও রামকিষন রবিদাস, কামারছড়া চা বাগানের বাবু চান্দ রবিদাস প্রমুখ।