কুলাউড়ায় বর্ষবরণকে ঘিরে নানা প্রস্তুতি
এম. মছব্বির আলী : আজ ১৪ এপ্রিল রোববার পয়লা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২০।ওয়া সবত্র-ছাত্রী, সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনের নেতারা এবং পেশাজীবীদের অংশগ্রহনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে সকাল ১০টায়। শোভাযাত্রাটি কুলাউড়া উপজেলা পরিষদের সম্মুখ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করবে এবং ডাকবাংলো প্রাঙ্গণের ঐতিহাসিক শিরিষতলায় এসে মিলিত হবে। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা চলবে। এদিকে ওই কর্মসূচিকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলামের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন, সহকারী কমিশনার (ভূমি) হাসিনা ইসলাম, ভাইস চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভূকশিমইল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুসহ প্রশাসনের কর্মকর্তা, বিশিষ্টজন, সাংবাদিকসহ ক্লাব-সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বর্ষবরণকে ঘিরে বিভিন্ন ক্লাব ও সংগঠনের পক্ষ থেকে বৈশাখী মেলাসহ নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া কাদিপুর ইউনিয়নে ৩ দিন ব্যাপী বৈশাখী মেলা গতকাল ১৩ এপ্রিল শনিবার থেকে শুরু হয়েছে। পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে দুই দিনব্যাপী বৈশাখী উৎসব অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রয়েছে ১ বৈশাখ আনন্দ শুভাযাত্রা, খেলাধুলা, প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুঁথিপাঠের আসর, মণিপুরী নৃত্য ও বাউল গান। ২ বৈশাখ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওয়াব আলী আব্বাছ খান এমপি। এতে সঙ্গীত পরিবেশন করবেন ক্লোজআপ ওয়ান তারকা রানা পপি চৌধুরী, কাকলী প্রমুখ। এতে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছে বর্ষবরণ উদ্যাপন কমিটি।