জুড়ীর ইনজাদ আলী মহালদারের ছেলে রিয়াজ উদ্দিনের ইন্তেকাল

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীর গোয়ালবাড়ীর প্রবীন মহালদার ও শিল্পপতি মরহুম হাজী ইনজাদ আলীর বড় ছেলে ও বড়লেখা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদ উদ্দিন বটলের চাচাত ভাই হাজী রিয়াজ উদ্দিন (৮১) গত ১২ এপ্রিল শুক্রবার সকালে সিলেটের রয়েল হাসপাতালে ইন্তেকাল করনে (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ওই দিন বিকেল সাড়ে পাঁচটায় সময় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার লাশ দাপন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট এবাদুর রহমান চৌধুরী, শাহাব উদ্দিন এমপি, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান, সেক্রেটারী সাবেক এমপি খালেদা রাব্বানী, মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এমএম শাহীন, জুড়ী উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম মূমিত আসুক, জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান, মহিলা ভাইস চেয়াম্যান আজিবুন খানম, বড়লেখা উপজেলা ভাইস চেয়াম্যান এমাদুুল ইসলাম, বড়লেখা পৌর মেয়র প্রভাষক ফখরুল ইসলাম, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, জুড়ী উপজেলা আ’লীগের আহবায়ক আজির উদ্দিন মাষ্টার, উপজেলা বিএনপির আহবায়ক মইন উদ্দিন মইজন, উপজেলা জামায়াত আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারী আব্দুল হাই হেলাল, জাতীয় পার্টির উপজেলা আহবায়ক এডভোকেট মাহবুবুল আলম শামীম, ছাত্রদল আহবায়ক আজহার আহমদ ওয়াসিম প্রমূখ।