জুড়ী সীমান্ত দিয়ে আসছে অস্ত্র!

এম. মছব্বির আলী : মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে আসছে অবৈধ অস্ত্র। সঙ্গে আসছে ফেনসিডিলসহ নানা ধরনের মাদকদ্রব্য। সীমান্ত সূত্রে জানা গেছে, জুড়ীর ফুলতলা রাঘনা, বটুলী ইমিগ্রেশন, রাজকী, বিরইনতলা, মোকামবাড়ী, বড়ইতলী, গোয়ালবাড়ীসহ সীমান্ত এলাকা দিয়ে সমপ্রতি অবৈধ অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে ভারত থেকে বিভিন্ন প্রকার নেশাজাতীয় দ্রব্য বাংলাদেশে অবাধে প্রবেশ করছে। সমপ্রতি বিজিবির ৪১ ব্যাটালিয়ান সদস্যরা প্রায় ২ লাখ টাকার কাপড় আটক করেছে। সূত্র জানায়, ফুলতলা পুরো ইউনিয়ন সীমান্তবর্তী হওয়ায় ভারতীয় অপরাধীরা বাংলাদেশের পাহাড়গুলোতে আশ্রয় নেয়। পরে বিভিন্ন স্থানে যাতায়াত করে এবং তাদের নিয়োগকৃত চোরাকারবারিদের মাধ্যমে বোমা, অস্ত্র, ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, হুইসকিসহ বিভিন্ন অবৈধ মালামাল ভারত থেকে এনে বাংলাদেশের বিভিন্ন স্থানে পাচার করছে। এ ব্যাপারে বিজিবির সিলেট বিভাগীয় কমান্ডার লেঃ কর্নেল খালেদ মাহমুদ বলেন, অবৈধ অনুপ্রবেশ এবং বিভিন্ন প্রকারের মালামাল ভারত বাংলাদেশে অবৈধভাবে যাতায়াত বন্ধের জন্য কড়া নিরাপত্তা অব্যাহত আছে। কিন্তু সীমান্তবর্তী বিজিবি কোম্পানি কামান্ডারদের বলা হবে টহল আরও জোরদার করার জন্য।