মাহমুদুর রহমানের পরিবারের খোঁজ নিলেন খালেদা জিয়া
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল, ২০১৩ ৪:৫৫ পূর্বাহ্ণ | সংবাদটি ৫২৪ বার পঠিত
ডেস্ক রিপোর্ট : আমার দেশ পত্রিকার গ্রেফতারকৃত ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের পরিবারের খোঁজখবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া।
এ উদ্দেশ্যে রবিবার রাত ৮টার দিকে তিনি গুলশানে মাহমুদুর রহমানের বাসায় যান। এ সময় মাহমুদুর রহমানের মা মাহমুদা বেগম ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। বিরোধীদলীয় নেতা তাদের অভয় দেন। পরে রাত ৯টার দিকে ওই বাসা থেকে বেরিয়ে আসেন খালেদা জিয়া।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ কয়েকজন সিনিয়র নেতা।
এর আগে বেগম খালেদা জিয়া রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নয়াপল্টনে জাসাসের বর্ষবরণ অনুষ্ঠান থেকে মাহমুদুর রহমানের বাসার উদ্দেশে রওনা হন।