শাহবাগের গণজাগরণ মঞ্চে নতুন কর্মসূচি ঘোষণা

ডেস্ক রিপোর্ট : শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় সমাবেশ থেকে কর্মসূচির ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক ডা. ইমরান এইচ সরকার।
কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে ৩০ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত সারাদেশে প্রচার ও গণসংযোগ। ২৭ এপ্রিল ঢাকায় গণজাগরণ মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা। ২৯ এপ্রিল বেলা ১১টায় জায়ামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আইন মন্ত্রণালয়ের সামনে গণঅবস্থান। ১ মে শ্রমিক দিবসে শাহবাগে শ্রমিক মহাসমাবেশ। ৪ মে বিকেল ৪টায় সংসদ অধিবেশন চলাকালীন সময় সংসদ ভবনের সামনে মানববন্ধন।
এর আগে বিকাল চারটায় সমাবেশ শুরু হয়। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
সমাবেশে বক্তব্য রেখেছেন সাংস্কৃতিক কর্মী সঙ্গীতা ইমাম, গণজাগরণ মঞ্চের কর্মী কানিজ আকলিমা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অজয় রায়, সাহিত্যিক নাসিমুল আরা হক মিনু প্রমুখ।
সমাপনী বক্তব্যে ইমরান বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে দমিয়ে দেয়ার জন্য ২০০১ সালের রমনা বটমূলে বোমা হামলা চালানো হয়েছিল। আমরা দীর্ঘদিন থেকে জামায়াত-শিবির রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার তা না করে উল্টো মত প্রকাশের দায়ে ব্লগারদের গ্রেফতার করেছে।
ফটিকছড়িতে হরতাল বিরোধী মিছিলে জামায়াত-শিবিরের হামলায় হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইমরান বলেন, তাদের রাজনীতি নিষিদ্ধে সরকার কার্যকর উদ্যোগ নিলে এ রকম ঘটনা ঘটত না। এ সময় তিনি জামায়াতের রাজনীতি নিষিদ্ধসহ অবিলম্বে ৬ দফা বাস্তবায়নের দাবি জানান।
এদিকে রাজাকারমুক্ত আগামী পহেলা বৈশাখে প্রত্যাশার পাশাপাশি হেফাজতে ইসলামের ১৩ দফাকে প্রতিক্রিয়াশীল উল্লেখপূর্বক প্রত্যাখ্যান করে এ মঙ্গল প্রদীপ জ্বালানো হবে।