মাহমুদুর রহমানের মায় ও সংগ্রাম সম্পাদক নামে মামলা

ডেস্ক রিপোর্ট : জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধভাবে দৈনিক আমার দেশ পত্রিকাকে ছাপাখানা ব্যবহার করতে দেয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামের নিজস্ব ছাপাখানা আল ফালাহ প্রিন্টিং প্রেস, পত্রিকাটির সম্পাদক, প্রকাশক ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদা বেগমের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার রাত ১০ টার দিকে রাজধানীর রমনা মডেল থানায় ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট নাসরীন পারভীন বাদী হয়ে প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন্স এ্যাক্টের ৩২ ও ৩৩ ধারা অনুযায়ী মামলাটি দায়ের করেন বলেন জাস্ট নিউজকে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।
ওসি শাহ আলম জানান, মামলায় দৈনিক সংগ্রাম ও দৈনিক আমার দেশ পত্রিকা, আল ফালাহ প্রিন্টিং প্রেস কর্তৃপক্ষের বিরুদ্ধে এই মামলা হয়েছে।
এ মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের বিষয়ে জিজ্ঞাসা করা হলে ওসি বলেন, আইন অনুসারে গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত থাকবে।
মামলার এজাহারে বলা হয়েছে, আইন লঙ্ঘন করে অনুমতি ছাড়াই অন্য একটি প্রেস থেকে দৈনিক আমার দেশের ১২ ও ১৩ এপ্রিলের পত্রিকা মুদ্রিত হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে তিনজন ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে শনিবার দিবাগত রাত ১১টায় দৈনিক সংগ্রামের ছাপাখানা আল-ফালাহ প্রিন্টিং প্রেসে অভিযান চালায় পুলিশ। সেখানে তখন আমার দেশ পত্রিকার মুদ্রণ চলছিল। ১৪ এপ্রিলের জন্য ছাপা পাঁচ হাজার ও ১৩ এপ্রিলের ২০০ কপি পত্রিকাও জব্দ করা হয়েছে। এজাহারে আরো উল্লেখ্য করা হয়েছে অভিযানের আগেই ছাপা হওয়া কিছু কপি ছাপাখানার বাইরে চলে গেছে।
রাত ১২টায় শেষ হওয়া অভিযানের সময়ে দৈনিক আমার দেশ পত্রিকা ছাপানোর কাছে সঙ্গে সংশ্লিষ্ট ১৯ জন কর্মীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তাদেরকেও একই মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে রবিবার সিএমএম কোর্টে রিমান্ড আবেদন করলে সেই আবেদন এবং আসামী পক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত।
সূত্র জানায়, অভিযানে ছাপাখানায় কর্মরত ১৯ জনকে আটক করে নিয়ে যায়। পুলিশ হঠাৎই অভিযান চালিয়ে দৈনিক আমার দেশ ছাপানোর আদালতের নির্দেশ নেই বলে জানায়। এবং পত্রিকা ছাপানো যাবেনা বলে জানায়। সেসময় পুলিশ পত্রিকার ছাপানো কপি ও প্রিন্টিংস প্লেট জব্দ করে নিয়ে যায়।
দৈনিক আমার দেশ সূত্র জানায়, বৃহস্পতিবার থেকে বাংলদেশ জামায়াতে ইসলামীর মূখপত্র দৈনিক সংগ্রামের ছাপাখানা রাজধানীর মগবাজারের আল ফালাহ প্রিন্টিং প্রেস থেকে বিকল্প পন্থায় আইন মেনে ছাপানো হচ্ছিল।
অবশ্য পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া এবং ছাপাখানায় তালা দেয়া হলেও নিয়ম মেনে বিকল্প পন্থায় দৈনিক সংগ্রামের ছাপাখানা আল ফালাহ প্রিন্টিং প্রেস থেকে পত্রিকাটি নিয়মিত প্রকাশ হয়ে আসছিলো বলে জানিয়েছেন নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ।
তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে দীর্ঘদিন ধরে আমার দেশ প্রকাশ হয়ে আসছে। বৃহস্পতিবার রাতে ভারপ্রাপ্ত সম্পাদকের বিরুদ্ধে হওয়া একটি মামলার সার্চ ওয়ারেন্ট নিয়ে আমাদের ছাপাখানায় বেআইনিভাবে তালা লাগিয়ে দিয়ে পত্রিকা প্রকাশে বাধা দেয়া হয়। এরপর শনিবার রাতেও আল ফালাহ প্রিন্টিং প্রেস থেকে প্রকাশেও বাধা দেওয়া হয়।
তিনি জানান, ছাপাখানা ও প্রকাশনা আইন ১৯৭৩ অনুযায়ী ২৪ ঘন্টার মধ্যে এ বিষয়টি ঢাকা জেলা প্রশাসককে (ডিসি) লিখিতভাবে জানানো হয়েছে। মগবাজারের আল ফালাহ প্রিন্টিং প্রেস থেকে ছাপানোর ব্যবস্থা করে শুক্রবার ডিসি বরাবর এ বিষয়ে অবহিত করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ানবাজারে আমার দেশ কার্যালয় থেকে সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে তিনটি মামলায় গ্রেফতার দেখিয়ে ১৩ দিনের রিমান্ডে নেয়া হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে পুলিশ তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পত্রিকাটির ছাপাখানায় তল্লাশী চালানোর পর তালা লাগিয়ে দেয়। ছাপাখানার কম্পিউটারসহ বেশকিছু যত্নপাতি জব্দ করে নিয়ে যায় তারা ।