পদ্মায় নৌকা ডুবি : তিনজনের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট : রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে ভ্রমণে গিয়ে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় ডুবুরি নুর ইসলাম চেষ্টা চালিয়ে একই পরিবারের দুইজনসহ তিনজনের লাশ উদ্ধার করে। এরা হলো, চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে মুক্তি (৩০), তার ছেলে আশিক (১০) ও রফিকুল ইসলাম (৬৫)। তবে একই গ্রামের শাবান আলীর ছেলে তুরিন (৭) এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, পয়লা বৈশাখের দিন রবিবার চারঘাটে পদ্মা নদীতে আনন্দ ভ্রমণে গিয়ে মাঝনদীতে ৩০ থেকে ৪০ যাত্রী নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে অন্যরা তীরে উঠে এলেও চারজন নিখোঁজ ছিলো। ওইদিনই রাত ৮টা পর্যন্ত রাজশাহী সদর দমকল বাহিনীর একটি ও চারঘাট উপজেলার একটি টিমসহ ২টি ইউনিটের মোট ১০ জন ডুবুরি উদ্ধার তৎপরতা চালালেও কাউকে উদ্ধার করতে পারেনি।
তবে সোমবার সকাল থেকে স্থানীয় ডুবুরি তৎপরতা চালিয়ে তিনজনের লাশ উদ্ধার করে।