চীনে ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু

ডেস্ক রিপোর্ট : পূর্ব চীনের বাইরে রাজধানী বেইজিংয়ে প্রথমবারের মতো সাত বছরের এক শিশু এইচ৭এন৯ বার্ড ফ্লু আক্রান্ত হওয়ার পর এবার হেনান প্রদেশে আরো দু’জন এ ভাইরাস আক্রান্ত হয়েছে।
এদের একজন কেইফেং শহরের ৩৪ বছর বয়স্ক ব্যক্তি।আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে তার।আরেকজন ঝোউকুউ এলাকার ৬৫ বছর বয়স্ক এক কৃষক। তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে খবরে।
এ পর্যন্ত চীনে বার্ড ফ্লু সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে।আর নতুন এ ফ্লু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ জন।সর্বশেষ সাংহাইয়ে দুজন মারা গেছে।
তবে চীনের বাইরের কোনো দেশে এখনো এ ফ্লু সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
হেনান প্রদেশে ফ্লু আক্রান্ত দু্ইজনের সংস্পর্শে থাকা অন্যান্য লোকজনের মধ্যেও এ্ ভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা যায়নি বলে জানায় চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
চীনে প্রথম দেশের পূর্বাঞ্চলে এইচ৭এন৯ ফ্লু সংক্রমণের খবর পাওয়া যায় ফেব্রুয়ারিতে।আর এখন এর বিস্তার ঘটে রাজধানী বেইজিং এবং হেনান মিলিয়ে তিনজন এ ভাইরাস আক্রান্ত হল।
তবে ভাইরাসটি এখনো ব্যাপকহারে ছড়িয়ে পড়েনি বলে আশ্বস্ত করেছেন(ডব্লিউএইচও ‘র)প্রতিনিধি মিচেল ও লে। সাংবাদিকদের তিনি বলেন, আঞ্চলিক গণ্ডি থেকে ভাইরাসটি সামান্য ছড়িয়েছে এবং সামগ্রিক পরিস্থিতিতে কোনো পরিবর্তন ঘটেনি।
ডব্লিউএইচও বলছে, মানুষ থেকে মানুষে এইচ৭এন৯ ছড়ানোর কোনো লক্ষণ দেয়া যায়নি। বেশিরভাগ ক্ষেত্রেই হাস-মুরগি থেকে ফ্লু সংক্রমণ ঘটছে।