শ্রীমঙ্গলের বাইক্কা বিল ধ্বংসের পাঁয়তারা ও মাছ লুটপাটের প্রতিবাদে মানববন্ধন সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল, ২০১৩ ৫:২৩ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৬০ বার পঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাইক্কা বিল ধ্বংসের পাঁয়তারা ও মাছ লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) গ্রীন পস্নানেট মৌলভীবাজার। রোববার বিকেলে মৌলভীবাজার শহরের চৌমুহনা চত্ত্বরে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাপা’র যুগ্ম সম্পাদক শরীফ জামিল, এশিয়ান ওয়াটার এলায়েন্স কো-অর্ডিনেটর চার্লস ডিপম্যান, আসম সালেহ সোহেল, নাট্যকার আব্দুল মতিন, ব্যাংকার আবু তাহের ও মোসত্মাক আহমদ মম প্রমুখ। বক্তারা বলেন, বিল থেকে ৪ কোটি টাকার মাছ লুটপাটের ৩ দিন পর উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। তারা এসব ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তার তীব্র নিন্দ্রা জানান।